তিন মানব পাচারকারীর ১২৫ বছর করে কারাদণ্ড
Posted by: admin | Posted on: March 15, 2020ভূমধ্যসাগরের তীরে পাওয়া সিরিয়ার তিন বছরের শিশু আয়লান কুর্দির লাশের ছবি
ভূমধ্যসাগরের তীরে পাওয়া সিরিয়ার তিন বছরের শিশু আয়লান কুর্দির লাশের ছবি কাঁপিয়ে দিয়েছিল সারাবিশ্ব। ২০১৫ সালে সে সিরিয়ার শরণার্থী সংকটের প্রতীক হয়ে উঠেছিল। সেই শিশু নিহতের ঘটনায় তিন মানব পাচারকারীকে ১২৫ বছর করে কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত। খবরঃ সিএনএনের
গত সপ্তাহে আদানা প্রদেশ থেকে তিন মানব পাচারকারীকে আটক করা হয়। শুক্রবার তাদের সাজা দেয় আদালত। বিচার শুরু হওয়ার পরই তারা পালিয়ে যায়। তাদের সঙ্গে তুরস্ক ও সিরিয়ার আরো কয়েক জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তুরস্কের মুগলা প্রদেশের বদরুম হাই ক্রিমিনাল কোর্ট দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হত্যার অভিযোগ এনেছে।
২০১৫ সালের সেপ্টেম্বরে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে একটু ভালো জীবনের আশায় ইউরোপে পাড়ি দিতে চেয়েছিল শিশু আয়লান কুর্দির পরিবার। তুরস্কের বদরুম থেকে সাগরপথে গ্রিসের দ্বীপ কসে যাওয়ার সময় দুই সন্তানসহ কুর্দির স্ত্রী মারা যান। এর মধ্যে ছিলেন তিন বছরের আয়লান। মুগলা প্রদেশের বদরুমে সাগরের পাড়ে ভেসে আসা আয়লান কুর্দির নিথর দেহ পুরো বিশ্বকে বিস্মিত করে দেয়। সাড়ে চার বছর পর বিচার পেল আয়লানের পরিবার।