ইতালিতে হাঁচি দিতে দিতে বাংলাদেশির মৃত্যু

Posted by: | Posted on: March 19, 2020

১৩:০৩, ১৭ মার্চ, ২০২০SaveShare3

ইতালিতে হাঁচি দিতে দিতে বাংলাদেশির মৃত্যু

সেন্টু খলিফা । ছবি: সংগৃহীত

কর্মস্থল থেকে বাসায় ফিরে বসা অবস্থায় হাঁচি দিতে থাকেন বাংলাদেশি প্রবাসী। এরইমধ্যে গুরুতর অসুস্থ হয়ে মুহূর্তেই মৃত্যু হয় তার। ইতালির জেনোভা শহরে রোববার স্থানীয় সময় রাত ১১টার দিকে ঘটনাটি ঘটেছে।

একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মারা যাওয়া ওই বাংলাদেশি নাগরিকের নাম- সেন্টু খলিফা। তার বয়স আনুমানিক ২৫ বছর। তিনি শরীয়তপুর জেলার ভুমখারা গ্রামের শাহজাহান খলিফার ছেলে।

এ বিষয়ে সেন্টুর প্রতিবেশি সেলিম দেওয়ান বলেন, ‘আমি প্রতি সপ্তাহে তার দোকানে আসা-যাওয়া করতাম। রবিবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরেন সেন্টু। এরপর বসা অবস্থায় হাঁচি দেয়ার সঙ্গে সঙ্গে তিনি গুরুতর অসুস্থ পড়েন। এরপর তাৎক্ষণিক পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে পরীক্ষা করে দেখেন তিনি মারা গেছেন।’

আরও পড়ুন: দেশে করোনা রোগী দুই সংখ্যায় পৌঁছালো

জানা গেছে, কীভাবে সেন্টুর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছেন জেনোভার চিকিৎসকরা।

এ বিষয়ে সেলিম বলেন, ‘সেন্টুর শ্বাসকষ্ট আগে থেকেই ছিল। তার মৃত্যুর লক্ষণ অনেকটা করোনাভাইরাসে আক্রান্তের মতো। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত নই আমরা। তার মৃত্যু রহস্য জানতে মরদেহ হাসপাতালে নিয়ে গেছেন স্বাস্থ্যকর্মীরা।’





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *