ইউরোপে শরণার্থীদের সীমান্ত খুলে রাখার প্রতিশ্রুতি এরদোগানের
Posted by: admin | Posted on: March 1, 2020ইউরোপের শরণার্থীদের জন্য সীমান্ত দরজা খোলা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, ইউরোপের উচিত ছিল তাদের ওয়াদা পালন করা। কারণ আগত শরণার্থীদের প্রতি গ্রীক পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতি রেসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তার সরকার শরণার্থীদের তুরস্ক থেকে ইউরোপে যাওয়ার অনুমতি দেওয়া শুরু করেছে। তিনি বলেছিলেন, আমরা এই দরজা বন্ধ করবো না। ইউরোপীয় ইউনিয়নের উচিত তাদের প্রতশ্রুতি পালন করা।
২০১৫ সালের অভিবাসী সঙ্কটে দেখা গেছে প্রায় দশ লক্ষ লোক তুরস্ক হতে ইউরোপীয় ইউনিয়ন দিয়েছিল। ২০১৬ সালে তুরস্ক ও ইউরোপীয় ইয়নিয়নের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল।
আরও পড়ুন: অবশেষে তালেবান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি স্বাক্ষরিত
এরদোগান আরও বলেছেন, শুক্রবার হতে ১৮০০০ শরণার্থী তুর্কির সঙ্গে ইউরোপ সীমান্তে জড়ো হয়েছে এবং শনিবার এই সংখ্যা ৩০০০০ দাঁড়াবে। ইতোমধ্যে ৬০ লক্ষ্য সিরিয়ান নাগরিক যারা শরণার্থী বারবার সংকেত দিচ্ছে। তারা বলছে শরণার্থীদের নতুন চাপ সামাল দেওয়ারমতো অবস্থায় নেই তারা।